Single Page

বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) এর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মহাখালী দিশারী ক্রীড়া চক্র মাঠে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ‘বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাছির।
উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংক পিএলসি, দেশ টেলিভিশন লিমিটেড, লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) ও এথনিকা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সুপ্রীম কোর্টের স্বনামধন্য আইনজীবী তৌফিকা করিম, এডভোকেট ম্যাডাম।
বিশিষ্ট সমাজসেবক আনোয়ার সাদাতের সভাপতিত্বে বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন, রেডটাইমসের প্রধান সম্পাদক ও জালালাবাদ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সৌমিত্র দেব।
আলোচনা শেষে মহাখালী সাততলা বস্তির তিন শতাধিক শীতার্ত বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।