Single Page

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ এর কর্মসূচীতে লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি)

১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ এর কর্মসূচীতে লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) এর চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত সদস্য, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট তৌফিকা করিম উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এবং হিউম্যান রাইটস প্রোগ্রাম- ইউএনডিপি’র সহায়তায় মানবাধিকার দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিশনের মাননীয় চেয়ারম্যান নাছিমা বেগম এর সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আনিসুল হক, এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এবং মিয়া সেপ্পো, জাতিসংঘ আবাসিক সমন্বয়ক এবং জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত সদস্য, সুপ্রীম কোর্টের স্বনামধন্য আইনজীবী এডভোকেট তৌফিকা করিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কমিশনের ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।