বিনা বিচারে কারাগারে ফারুকের ৩০ বছর : ৩৭ বছর বয়সে ঢুকে বের হলেন ৬৭ বছরে

যুবক বয়সে কারাগারে গিয়ে বিনাবিচারে দীর্ঘ ৩০ বছর কারাভোগের পর বৃদ্ধ বয়সে মুক্ত হলেন ফারুক হোসেন। কোনো তদ্বিরকারক না থাকায় কারাদণ্ডের বিরুদ্ধে ৩০ বছরে কোনো আপিল করা হয়নি তার। এমনকি জেল কর্তৃপক্ষও হাইকোর্টে জেল আপিলটুকুও দায়ের করেননি ফারুকের জন্য। এ কারণে জেলকোড অনুসারে প্রায় ৪০ বছর (স্বাভাবিক বছর হিসেবে ৩০ বছর) স্ত্রী-সন্তানদের থেকে অনেক দূরে […]