Single Page

সোহরাওয়ার্দী হাসপাতালকে কিট উপহার এলএএইচপির

জনস্বার্থে ও দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কে বিনামূল্যে এন্টিজেন টেস্ট কিট উপহার দিয়েছেন মানবাধিকার সংগঠন লিগেল অ্যাসিস্ট্যান্ট টু হেল্পলেস প্রিসনারস এন্ড পারসন (এলএএইচপি)। বুধবার বিকাল ৪টায় এলএএইচপি প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলমের হাতে ১০০০ অ্যান্টিজেন টেস্ট কিট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাহান। এইচপির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার ট্রেজারার ব্যারিস্টার শেখ মো. ইফতেখারুল ইসলাম, মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক হিরা তালুকদার এবং সংস্থার অন্যান্য কর্মকর্তারা। জনস্বার্থে ও দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার নিমিত্তে এন্টিজেন টেস্ট কিট বিতরণ কার্যক্রমের প্রধান উদ্যোক্তা এলএসপি চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম এ সময় বলেন, ‘সাম্প্রতিক কালে করোনাভাইরাস ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করায় এলএএইচপি অসহায় কারাবন্দীদের আইন সহায়তা প্রদানের পাশাপাশি মহামারীতে বিপন্ন জনসাধারণের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু করেছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পক্ষে অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম টেস্ট কিট গ্রহণ শেষে এলএএইচপির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এলএএইচপি অসহায় কারাবন্দীদের বিনামুল্যে সহায়তা প্রদানকারী একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি ঢাকা সহ ২২ টি জেলায় নিয়োজিত বিজ্ঞ প্যানেল আইনজীবীদের মাধ্যমে গরীব দুঃস্থ ও অসহায় বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা প্রদান করে আসছে। গত ডিসেম্বর, ২০২০ সাল পর্যন্ত এলএএইচপি হাজারের বেশি অসহায় কারাবন্দীদেরকে জামিনে মুক্ত করেছেন।